পড়ন্ত বিকেলের মৃত্যুতে জন্ম হয় বিষন্ন এক সন্ধ্যা।
সন্ধ্যার নাম দিয়েই শুরু হয় রহস্যের অভিযান।
সন্ধ্যার নাম দিয়েই শুরু হয় রহস্যের অভিযান।
জাগ্রত কিংবা মৃত জোনাকিরা আলোকিত করে ঘুমন্ত হৃদয়কে।
শিহরিত হয়ে উঠে নাগরিক দেয়ালের ব্যস্ততা।
শিহরিত হয়ে উঠে নাগরিক দেয়ালের ব্যস্ততা।
নির্মল পরিস্ফুট আকাশে দেখা যায় প্রিয় সীন নদী।
যেখানে রয়েছে প্রেমিকাদের মৃত উজ্জল মুখ।
যেখানে রয়েছে প্রেমিকাদের মৃত উজ্জল মুখ।
মশকেরা গান করে,প্রদীপ জ্বলে উঠে চার্চে।
মাতালেরা ঘুমোতে যায়,ভ্রমনরত থাকে অবহেলিত ট্রেন।
মাতালেরা ঘুমোতে যায়,ভ্রমনরত থাকে অবহেলিত ট্রেন।
আইসিইউ'তে পড়ে থাকে আমার বোনের মৃত শরীর,জন্ম হয় নবজাতকের!
কি আশ্চর্ষ মৃত্যু।আমি অবাক হতে হতেই ক্লান্ত হয়ে পড়ি।
কি আশ্চর্ষ মৃত্যু।আমি অবাক হতে হতেই ক্লান্ত হয়ে পড়ি।
এসব অকালপ্রয়ান দেখে সংগ্রামী হয়ে উঠে নগরীর কুকুর,
জেগে উঠে দিবসের শাদা কাশফুল আর সন্ধ্যা তারা।
জেগে উঠে দিবসের শাদা কাশফুল আর সন্ধ্যা তারা।
গহীনতার আড়ালে শিরোনাম হয়ে আসে নবজাতকের নাম!
এসব নিয়েই তো একটি রাত!
এসব নিয়েই তো একটি রাত!
চলো ঢুকে পড়ি একটি জঘন্য রাতের গর্ভে।
দেখে আসি,জেনে আসি সে রাতের মৃত্যু।
-রিফাত বিন নুরুল
২১/১০/১৫
-রিফাত বিন নুরুল
২১/১০/১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন