তুমি বলেছিলে –
সমুদ্র স্নানে যাবার আগে
আমাকে ভালবাসবে।
সমুদ্র স্নানে যাবার আগে
আমাকে ভালবাসবে।
বিশ্বাস করো-
আমি অবাক’ই হয়েছিলাম।
আমি অবাক’ই হয়েছিলাম।
সেদিনের পড়ন্ত বেলায় যখন
আমাকে স্পর্শ করেছিলে
বিশ্বাস করো প্রিয়তমা,
হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে উঠেছিল
তোমরা যাকে-অ্যারিদমিয়া বলো।
আমাকে স্পর্শ করেছিলে
বিশ্বাস করো প্রিয়তমা,
হৃদস্পন্দন অস্বাভাবিক হয়ে উঠেছিল
তোমরা যাকে-অ্যারিদমিয়া বলো।
শুধু একটি দিনের জন্য
-একটি দিনের জন্য
তুমি আমায় ভালবাসবে বলেছিলে
বিশ্বাস করো-
আমি অবাক হয়েছিলাম।
তুমি আমাকে ভালো না বেসেই
-ভালবাসবে
আমি বিশ্বাস করতে পারছিলাম না।
-একটি দিনের জন্য
তুমি আমায় ভালবাসবে বলেছিলে
বিশ্বাস করো-
আমি অবাক হয়েছিলাম।
তুমি আমাকে ভালো না বেসেই
-ভালবাসবে
আমি বিশ্বাস করতে পারছিলাম না।
তোমার মনে আছে কি প্রিয়তমা
সেদিনের নদ কেমন ছিলো?
আমার মনে নেই
পত্র দিও,জেনে রাখবো।
সেদিনের নদ কেমন ছিলো?
আমার মনে নেই
পত্র দিও,জেনে রাখবো।
আমি ভালবেসেছিলাম আকাশকে
চন্দ্র,নদী,পাহাড়কে
ঝর্নাকে সাগরে মিলিয়ে দিয়েছিলাম-
তুমি কি বিশ্বাস করবে?
চন্দ্র,নদী,পাহাড়কে
ঝর্নাকে সাগরে মিলিয়ে দিয়েছিলাম-
তুমি কি বিশ্বাস করবে?
প্রেমের আগেই চুম্বন
তুমি কি বিরক্ত হচ্ছো?
ভাবছো-বড্ড দুষ্টু।
তুমি কি বিরক্ত হচ্ছো?
ভাবছো-বড্ড দুষ্টু।
আমি একবার ছুয়ে দেখতে চাই
তুমি কি মানুষ?
তোমার মাঝ কপালে একটু চুমু দিতে চাই
তুমি কি মানা করবে?
ভয় পেয়ো না-
আমার চুমুতে বিষ নেই।
আছে রসদ মাখা সাহিত্য।
এরপরেও কি ভয় পাবে?
তুমি কি মানুষ?
তোমার মাঝ কপালে একটু চুমু দিতে চাই
তুমি কি মানা করবে?
ভয় পেয়ো না-
আমার চুমুতে বিষ নেই।
আছে রসদ মাখা সাহিত্য।
এরপরেও কি ভয় পাবে?
আমার খুব জানতে ইচ্ছে করে-
ঈশ্বর কি প্রার্থনা করে?
ঈশ্বরেরও কি প্রেমিকা আছে?
উনিও কি কষ্ট পান আমাদের মতো?
ঈশ্বর কি প্রার্থনা করে?
ঈশ্বরেরও কি প্রেমিকা আছে?
উনিও কি কষ্ট পান আমাদের মতো?
হে মহামান্য ঈশ্বর,
আমি আত্নহত্যা করতে যাবো
আপনি কি অভিষাপ দিবেন আমাকে?
ঘৃনা করবেন?
নরকে পাঠাবেন?
আগুনে পোড়াবেন?
নরকে সাপ দ্বারা কামড় দেয়াবেন?
আমি সব মেনে নিবো।
কথা দিচ্ছি-
একটুও কাঁদবো না।
আমি যে ভাবতে চাই প্রভু-
আত্নহত্যার পথে-সমুদ্র স্নানে যাচ্ছি প্রেমিকার সাথে!!!
আমি আত্নহত্যা করতে যাবো
আপনি কি অভিষাপ দিবেন আমাকে?
ঘৃনা করবেন?
নরকে পাঠাবেন?
আগুনে পোড়াবেন?
নরকে সাপ দ্বারা কামড় দেয়াবেন?
আমি সব মেনে নিবো।
কথা দিচ্ছি-
একটুও কাঁদবো না।
আমি যে ভাবতে চাই প্রভু-
আত্নহত্যার পথে-সমুদ্র স্নানে যাচ্ছি প্রেমিকার সাথে!!!
-রিফাত বিন নুরুল
০১/১০/১৫
০১/১০/১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন