এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

তোমাকে নিয়ে একটা গল্প হতে পারতো!

তোমাকে নিয়েই একটা গল্প হওয়ার কথা ছিলো,
দুঃখিত,মহাকাব্য ভেবে কেউ সমুদ্রে যাবেন না।
সূর্যাস্ত যাবে।পৃথিবী ঘুমিয়ে পড়বে,জাগাবেন না।
রাতকে প্রিয়তমা ভেবে;
আমি একদিন চাঁদকে চুম্বন করেছিলাম৷
[চাঁদ রাতের অঙ্গ ]
লোমকূপ দাঁড়িয়ে উঠেছিলো,সকালের স্নান আমি দেখতে পাইনি।
প্রিয়তমার স্তনযুগলের মাঝে নদী আর পাহাড়ের গ্রাম।
আমি ভ্রমনে যেতে চেয়েছিলাম বিষন্ন এক সন্ধ্যায়।যাওয়া হয়নি।
কফিনে মৃত শরীর শুয়ে থাকতে পারে না।কবরে রাখতে হয়।
প্ল্যানচ্যাট হচ্ছিল কবিদের।চার্চে প্রার্থনারত ছিলো পুরোহিতরা।
মৃত শরীরকে November Rain ভেবে কবিতা লিখছিলো কবির দল,
এপিটাফ রাখা যাবে না।মহাকাব্য হয়ে যাবে।
তাই প্রেমিকের কন্ঠে-
তোমাকে নিয়ে একটা গল্পই হতে পারতো।


-রিফাত বিন নুরুল
১৩/১০/১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন