পথের শেষে-
জনস্রোতের শুরু।
ভাসমান আন্দোলনের সুর-
মুখে মুখে,
কাগজে কাগজে,
পত্রিকার শিরোনামে,
হাতে হাতে,
ব্যানারে ব্যানারে,
ফেস্টুনে ফেস্টুনে!
জনস্রোতের শুরু।
ভাসমান আন্দোলনের সুর-
মুখে মুখে,
কাগজে কাগজে,
পত্রিকার শিরোনামে,
হাতে হাতে,
ব্যানারে ব্যানারে,
ফেস্টুনে ফেস্টুনে!
বিচ্ছিন্ন নগরীর উল্রাসহীন রক্তচোষা কুকুরকে
হটাবে বলে।
হঠাৎই বৃষ্টির মত বর্ষন
বন্দুকের গুলির
হাজার হাজার তরুন তরুনীর প্রাণ
ন্যানো সেকেন্ডেই বিধ্বস্ত।
হটাবে বলে।
হঠাৎই বৃষ্টির মত বর্ষন
বন্দুকের গুলির
হাজার হাজার তরুন তরুনীর প্রাণ
ন্যানো সেকেন্ডেই বিধ্বস্ত।
কাঁপছে শহর,
কাঁদছে ভূমি,
বিদ্রোহীরা পিছপা হচ্ছিলো
এমন সময়
কে যেন
ঠিক বুঝে উঠার আগেই
আমি দেখতে পাইনি
কেও দেখেনি
শুধু শুনেছিলাম
বিশ্বাস করুন-
তিনটি বুলেটের আওয়াজ
পরপর!
সামনে এগুনো যাচ্ছিলো না
ব্যারিকেড ছিলো
কেউ একজন চিৎকার করে ছিল শুধু
আর বলেছিলো-
আমরা মুক্ত।
কাঁদছে ভূমি,
বিদ্রোহীরা পিছপা হচ্ছিলো
এমন সময়
কে যেন
ঠিক বুঝে উঠার আগেই
আমি দেখতে পাইনি
কেও দেখেনি
শুধু শুনেছিলাম
বিশ্বাস করুন-
তিনটি বুলেটের আওয়াজ
পরপর!
সামনে এগুনো যাচ্ছিলো না
ব্যারিকেড ছিলো
কেউ একজন চিৎকার করে ছিল শুধু
আর বলেছিলো-
আমরা মুক্ত।
ব্যাক্তিটাকে আর দেখতে পায়নি কেও
পুড়ে গিয়েছিলো।
সবার মুখেই তখন শুনা যাচ্ছিলো-
বাহ্!বিদ্রোহীর চমৎকার সৎকার।
পুড়ে গিয়েছিলো।
সবার মুখেই তখন শুনা যাচ্ছিলো-
বাহ্!বিদ্রোহীর চমৎকার সৎকার।
-রিফাত বিন নুরুল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন