এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

ব্যক্তিগত গীটার এবং মহাজাগতিক প্রেম

ব্যক্তিগত আঙ্গুলের গীটারকে একরাত আকাশে ডুবিয়ে রেখে-
হস্তমৈথুন শিখে ফেলা ধর্ষক বীর্যের নামান্তর।
আপনি জেনে এবং ভেবে পশ্চিম দিকে ছুটে চলুন-
সমুদ্র অস্ত যাচ্ছে সূর্যে!নির্বোধ ভাবা যাবে না।
ঢুকে পড়ুন ব্রোথেলে।রাক্ষুসে তিনটি মাছ শুয়ে আছে-আপনার প্রিয়তমার শরীরে!
অনাবৃত স্তনের গভীর খুড়ে দেখুন-ব্যথা সরিয়ে একপাশে ঘুমিয়ে পড়ুন কফিনে!
আপনার ব্যক্তিগত গীটারের স্বর স্বর্গ ও নরকের মধ্যবর্তী স্হানে রাজনৈতিক শিরোনামের বহিঃপ্রকাশ।
আপনি এই ভেবে সমুদ্রস্নানে যান,ডুবিয়ে রাখুন প্রেম।
মহামান্য,আপনি তিনটি আকাশ দিবেন?বিনিময়ে আমি পৃথিবী দিবো,সংবেদনশীল গীটার।
আপনি আমার ব্যক্তিগত ২৮টি চিঠি পড়ে দেখুন।ওখানে এসব লিখা ছিলো।
আর আমাকে জীবিত দেখার আগে ব্যথার উপশম হিসেবে নিয়ে নিন আরো কিছু কষ্ট!
তাই চলুন,ব্যক্তিগত আঙ্গুলের গীটারকে চায়ের চুমুকে পান করে ফেলি এবং
কবরস্থ করি মহাজাগতিক প্রেম।
-রিফাত বিন নুরুল
০৭/১১/১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন