চক্ষুব্যাংক নিয়ে দাঁড়িয়ে আছেন কেনো-
খুলে ফেলুন কাপড়,ছিড়ে খান আমাকে।
ঐ দিন এক কুত্তার বাচ্চা আমাকে খুব কামড়িয়েছে,
দেখুন,দেখুন!
আপনি আর ভালো মানুষ সাজবেন কেনো?
সস্তা দরে আর কিছু না পেলেও বেশ্যার শরীর পাওয়া যায়,তাই না বাবু?
ঘরে বউ রেখে কত জারজ আসে আমার কাছে!
হা হা হা!
আপনিও কি আমাকে ছিড়ে খাবেন,বাবু?
ঐ নর পশুর মতো?
দয়া হচ্ছে আমার জন্য?বউয়ের কথা মনে পড়ে গেলো?
ঈশ্বরের কথা?
ভয় পাচ্ছেন মৃত্যু আছে বলে?
জানেন বাবু,আমি আজ বেশ্যা।পশ্চাতে আমার রঙ্গিন শৈশব।
কাঁমড়ে দিবো মানচিএ,আমার অধিকার দেন!
আমি গনতন্ত্র বুঝি না,বাংলাদেশ বুঝি না!
মানুষকে নাকি কষ্ট দিতে নেই।
আমি বুঝি মানুষ নই?!
বাবু,আমাকে স্পর্শ করুন।আমার রিযিক আপনার হাতে।
আদায় করুন আমাকে,আদায় করুন!
-রিফাত বিন নুরুল
০৩.১১.১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন