শোকগ্রস্ত কবিতাদের জন্য একটা আলাদা রাষ্ট্র থাকা উচিত
যেখানে কবির মৃত্যু শোকে তাঁরা পান করবে স্প্যানিশ গীটার
এবং কবিকে ভুলে যাবে।
তাই-
‘কবিতার জন্য একটা রাষ্ট্র চাই’
-এই বোলে কবি সামনে গিয়ে দাঁড়ালেন।
বস্তুতঃ কবির মৃত্যুর আগেই কবিতার বাসযোগ্য স্থান দেয়া উচিত।
-রিফাত বিন নুরুল
১৩/১১/১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন