এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

এপিটাফ

চলো মরে দেখি,ঘুরে আসি কবরে
ঈশ্বর,আমাদের জন্য কি আশ্চর্ষ রেখেছেন সেখানে,জেনে আসি।
আমি পাপী,চুম্বন করি প্রেমিকার ঠোঁটে তরল ভেবে।

আমি মরে গেলে তোমরা ফরাসি মদ খেতে পারো।
ভুলে যেতে পারো আমাকে,খুন করতে পারো আমার কবিতাকে।
মুলত:কবিরা মৃত্যুতেই বাঁচে।শুদ্ধ হয়।তৃষ্ণা মেটে।
আমাকে যদি ঈশ্বর স্বর্গে পাঠাতে চান, আমি যাবো না।
আমি স্বর্গের বদলে প্রেমিকাকে চাইবো,আমার ভালবাসাকে।
একরাতে মরে গিয়েছিলো আমার প্রেমিকা
যার সাথে আমার ২৭কোটি বছরের প্রেম।
২৭সেকেন্ড হতে ২৭মিনিট,
২৭মিনিট হতে ২৭ঘন্টা,
২৭ঘন্টা হতে ২৭দিন,
২৭দিন হতে ২৭বছর,
এভাবে ২৭কোটি বছরের প্রেম আমাদের।
প্রেম চুম্বনে প্রখরতা আসে যদি তোমার প্রেমিকা চুম্বন প্রিয় থাকে!
মনে পড়ে,একবার চুম্বনের স্থায়িত্বকাল ছিলো ২০মিনিট,
আমার কাছে যেনো তখন পৃথিবীকে অপরিচিত লাগছিলো।
স্বাভাবিক হলাম,ফিরে চললাম বৌদ্ধভূমিতে।
আমার ইচ্ছে ছিলো একরাত শ্মশানে কাটাবো,
শয়তানের খেলা দেখবো,পরীদের বিয়ে দেখবো।
প্রেমিকার মত থাকতো না এসবে।
আমরা এভাবে কাটিয়েছি ২৭কোটি বৎসর।
আমাদের প্রেম ঈশ্বর দেখতেন,দেয়াল সরিয়ে।
আমি লিখে রাখবো সেই প্রেম,শরনার্থীদের জন্য।
মরে যাবো,ঘুরে আসবো কবরে।
তোমরা আমার মৃত্যুকে স্বরন করে ফরাসি মদ গিলতে পারো,ভুলে যাবে আমাকে।
কবিরা মুলত মৃত্যুতেই বাঁচে।
আর পৃথিবী সমান আয়ু নিয়ে লিখা থাকবে আমাদের এপিটাফ।
                             -রিফাত বিন নুরুল
                                          ১২/১০/১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন