দার্শনিক বিড়াল গুলি তাকিয়ে আছে-
কালো পিচে পড়ে থাকা প্রিয়তমার দিকে।
কিছু রক্ত শুষে শ্মশানে নিয়ে যাবে পবিত্রতা রক্ষা করার জন্য।
ঠোঁট গুলি রেখে দিয়ে আসবে দুই মেরুর মাঝখানে,
স্তনযুগলকে এভারেস্ট ভেবে ভ্রমণে যাবে, প্রতিযোগিতায় কাটাবে সময়।
১২বার প্রদক্ষিন করবে নাভিতে সমুদ্র ভেবে,তবুও সকাল হবে না।
বস্তুতঃএরকম রাত পৃথিবীতে ২য় বার আসে না।
শ্মশান থেকে কুড়িয়ে আনবে সৎকার করা মৃত শরীরকে,
শুইয়ে দিবে কবরে,প্রেমিকের আত্মার পাশেই।
পরক্ষনেই,
ভ্রমন তৃষ্ণা মেটানো প্রেমীকার শরীরে চুমু একে দিবে প্রেমিক
এবং জন্ম হবে নতুন রাষ্ট্রের।
তন্দ্রিলা,ঘুমিয়ে পরার আগে পাঠ করে নিয়ো মানচিত্র,
এবং দার্শনিক বিড়াল গুলোকে!!!
-রিফাত বিন নুরুল
২৪/১০/১৫
কালো পিচে পড়ে থাকা প্রিয়তমার দিকে।
কিছু রক্ত শুষে শ্মশানে নিয়ে যাবে পবিত্রতা রক্ষা করার জন্য।
ঠোঁট গুলি রেখে দিয়ে আসবে দুই মেরুর মাঝখানে,
স্তনযুগলকে এভারেস্ট ভেবে ভ্রমণে যাবে, প্রতিযোগিতায় কাটাবে সময়।
১২বার প্রদক্ষিন করবে নাভিতে সমুদ্র ভেবে,তবুও সকাল হবে না।
বস্তুতঃএরকম রাত পৃথিবীতে ২য় বার আসে না।
শ্মশান থেকে কুড়িয়ে আনবে সৎকার করা মৃত শরীরকে,
শুইয়ে দিবে কবরে,প্রেমিকের আত্মার পাশেই।
পরক্ষনেই,
ভ্রমন তৃষ্ণা মেটানো প্রেমীকার শরীরে চুমু একে দিবে প্রেমিক
এবং জন্ম হবে নতুন রাষ্ট্রের।
তন্দ্রিলা,ঘুমিয়ে পরার আগে পাঠ করে নিয়ো মানচিত্র,
এবং দার্শনিক বিড়াল গুলোকে!!!
-রিফাত বিন নুরুল
২৪/১০/১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন