মনের অন্দরে ময়লা পড়া তোমার ছবি
তোমার মৃদু হাসিটাও আজ শুকিয়ে বিবর্ণ
সরকারী উলন্গ বাতির নিচে দাড়িঁয়ে
হয়তো এটাই ভাবছে আমার অস্তিত্ব
খুব কাছ থেকেই মাটি চাপা দিয়েছো ভালবাসা
আড়ালের নোনা জলে ভিজে একাকার
তোমার ক্লান্ত মনের রাস্তা!!!!
এতোদিন পরে এসেও ভালো আছো তো???
খুব জানতে ইচ্ছে হয় আমার।
সেদিনের দিনটিকে হয়তো ভুলে যেতে চাইবে তুমি
হয়তো আমিও.....
তবুও মনে রেখেছি তোমাকে
আমার কবিতার প্রতিটি কথায়।।।
তোমার মৃদু হাসিটাও আজ শুকিয়ে বিবর্ণ
সরকারী উলন্গ বাতির নিচে দাড়িঁয়ে
হয়তো এটাই ভাবছে আমার অস্তিত্ব
খুব কাছ থেকেই মাটি চাপা দিয়েছো ভালবাসা
আড়ালের নোনা জলে ভিজে একাকার
তোমার ক্লান্ত মনের রাস্তা!!!!
এতোদিন পরে এসেও ভালো আছো তো???
খুব জানতে ইচ্ছে হয় আমার।
সেদিনের দিনটিকে হয়তো ভুলে যেতে চাইবে তুমি
হয়তো আমিও.....
তবুও মনে রেখেছি তোমাকে
আমার কবিতার প্রতিটি কথায়।।।
-রিফাত বিন নুরুল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন