এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

সাবিত্রী

ছিরে খাও তুমি-
আমাকে,পরে থাকে ব্যক্তিগত ২৮টী চিঠি।
আর পড়ন্ত বেলায় আমি লিখি-
                     প্রেমের প্রতিশব্দ মৃত্যু!

 ক্যাংক্রাম অরিস বয়ে যাবে তোমার দিকে,তমিস্রা কাটুক!
                     সকাল হতে কতো দেরি,সাবিত্রী?
 সরলবর্গীয় বৃক্ষের অরণ্য জেনে যাক-মারা পরেছে কবি!
 স্যামন মাছ ঘুমিয়ে পড়ুক, জ্বলে উঠুক চার্চের প্রদীপ।

 শ্লোক পড়ুক, আমি স্বর্গে যেতে চাই।
                     আমি কি স্বর্গে যাবো না?



 -রিফাত বিন নুরুল ২৭/১০/১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন