এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫

মৃতদের সঙ্গম

শাদা শাবকের ব্যাখ্যায় জানতে পারি- মৃত আত্মারা ভ্রমণে বের হয় ভোঁর রাতে
প্রজ্বলিত তারাদের দেখে দেখে পথ হয় অরণ্যগামী এবং
সঙ্গম তাঁদেরও অধিকার- এই বোলে শুয়ে পড়ে মৃত বউয়ের বুকে!
[জেনেছি সঙ্গমের পূর্বে পানি খাওয়া ভালো। স্বাস্থ্য ভালো থাকে]
-রিফাত বিন নুরুল
১৫/১১/১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন