এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

দুঃস্বপ্ন

ভোরের জন্মলগ্ন সময়,আঙ্গুলের ভালবাসাকে স্পর্শ করে এগিয়ে যাচ্ছে-
চার্চের দিকে।কালো মুখোশধারী প্রেমিকযুগল রক্তজবার বুক মাড়িয়ে।
ওরা হাঁটছে এবং হাঁটছে।পশ্চাতে চলে যাচ্ছে রাত,তরুর কান্না ও দুটি কবর।
স্বপ্নচারীরাই এমন দুঃস্বপ্ন দেখতে পারে-
তাঁর প্রেমিকা পালিয়ে যাচ্ছে।
সমাধি স্থানে গজাচ্ছে মূর্তি এবং বীর্যের অমাবস্যা।
                 -রিফাত বিন নুরুল
                        ২৬/১০/১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন