নায়াগ্রার মতো বিস্তৃত চোখ নিয়ে তাকিয়ে আছে এ শহর,
তোমার আত্মার মতো সুন্দর দুটি পথ চলে গেছে দু'দিকে
তবুও এ শহরে কোনো রূপবতী নদী নেই।
সমুদ্রসম হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছি বিচ্ছিন্ন পাহাড়ের বুকে
পশ্চাতে যুগল হাঁটা পথ, আঙ্গুলে প্রেম,অনাবৃত শরীরের আলিঙ্গন।
আমার কেবলি প্রিয়তমার মৃত্যুর কথা মনে পড়ে।
একটি কবিতা লিখার আক্ষেপ নিয়ে পৃথিবী হাঁটুক
আমাদের পায়ে হাঁটা পথে এবং
অনুসন্ধান করে আসুক আমাদের বিচ্ছেদের গান!
অন্তিম অস্ফুট আলোর গগণ বিদারী চুম্বন অনিকেত প্রার্থনায়,
এ শহর খুজে পাক রূপবতী নদী এবং
আবিস্কার হোক মৃতকে জীবিত করার কৌশল!
বেঁচে উঠুক প্রিয়তমা, জাগ্রত হোক প্রেম!
-রিফাত বিন নুরুল
রাতঃ০২.০৩
২১/১১/১৫
ধানমন্ডি,ঢাকা
তোমার আত্মার মতো সুন্দর দুটি পথ চলে গেছে দু'দিকে
তবুও এ শহরে কোনো রূপবতী নদী নেই।
সমুদ্রসম হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছি বিচ্ছিন্ন পাহাড়ের বুকে
পশ্চাতে যুগল হাঁটা পথ, আঙ্গুলে প্রেম,অনাবৃত শরীরের আলিঙ্গন।
আমার কেবলি প্রিয়তমার মৃত্যুর কথা মনে পড়ে।
একটি কবিতা লিখার আক্ষেপ নিয়ে পৃথিবী হাঁটুক
আমাদের পায়ে হাঁটা পথে এবং
অনুসন্ধান করে আসুক আমাদের বিচ্ছেদের গান!
অন্তিম অস্ফুট আলোর গগণ বিদারী চুম্বন অনিকেত প্রার্থনায়,
এ শহর খুজে পাক রূপবতী নদী এবং
আবিস্কার হোক মৃতকে জীবিত করার কৌশল!
বেঁচে উঠুক প্রিয়তমা, জাগ্রত হোক প্রেম!
-রিফাত বিন নুরুল
রাতঃ০২.০৩
২১/১১/১৫
ধানমন্ডি,ঢাকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন