চলুন কমরেড, দেখে আসি সিল্ভিয়া প্লাথের আত্মহত্যা
বিসন্নতাকে ভালবেসে ক্যানও মৃত্যুবরণ করলেন?
আমি যদি সেই পথে হাঁটি, খুলে দেই মৃত্যুর কপাট
আপনি এবং পৃথিবী কি আমাকে ভুল বুঝবেন?
আমিও তো বিসন্নতায় ভোগি,রাতের চাঁদকে শ্মশানে পাঁঠাই!
আপনারা দেখেন না! আপনাদের চোখ আছে,তবুও অন্ধ!
আমি দুটি বিশ্বাসী চোখ চেয়েছিলাম,দেখতে চেয়েছিলাম প্রিয় সিন নদী
আকাশ ভেঙ্গে পড়া শব্দ আর কতো শুনবো?
তাই চলুন কমরেড, গোঁর’ খোদক কে জানান দিয়ে আসি
আমার আসন্ন মৃত্যুর কথা!
আপনি জেনে তৃপ্ত হবেন-আমার আর ঈশ্বরের কথা হয়েছে!
চলুন কমরেড!পৃথিবীতে মৃত্যুর উপযুক্ত স্থান দেই।
বস্তুতঃ পৃথিবী মৃত্যুর উপযুক্ত কোনো স্থান নয়।
-রিফাত বিন নুরুল
০১/১১/১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন