হে প্রভু,
আরো একটি রাত চাই-আমার কবিতা লিখা বাকি।
প্রেমিকার শোকে ভোরের বালুচরে আরো দু’একটি চাঁদ ডুবে গেলে
জীবনের ঠোঁটে মাতালের বেশে শাদা গোলাপের ভালোবাসা খুজে
যেতে পারি মরে,নিজের মৃত্যু নিজেই পান করে!
হে প্রভু,
আরো একটি রাত চাই-আমার হেমন্তে কবিতা লিখা বাকি।
-রিফাত বিন নুরুল১৪/১১/১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন