প্রেমিকার মৃত চুল উড়ে গিয়েছিলো-
সমুদ্রের পাড়ে,তীর হারা নাবিকের ভাঁজ পড়া কপালে।
সূর্যাস্তের আগ মুহূর্ত,যখন পৃথিবী ঘুমানোর প্রস্তুতি নেয়
আমার প্রেমিকার মৃত আত্মা তখন ভ্রমনে যায়,
কবরে,প্রসস্থ কম হলেও সেখানে শুকনো নদ থাকে
রাতকে দিন ভেবে সূর্যকে প্রদক্ষিণ করবে সাপ,
তারাদের মিছিল পৌছে যাবে ক্যারিবিয়ান দীপপুঞ্জে
মাছের রক্ত চুষে নেবে গিনিপিক,
আগুনের লাভা বিপদগামী হবে মানব জন্মের।
পথ হেটে যাবে পথেই,সকাল হবে না।
ভোরের আশ্চর্ষ মানবীর দেখা হবে না।
প্রেমিকার মৃত চুল ভেসে আসবে বাতাসে
কবরে যাবে,নরকের ক্ষুধা মেটাবে।
স্বপ্নচারী ভাবা হতে পারে ছায়াকে,ভুলে যাবে
জন কিটসকে,মনে পড়বে না Gloomy Sunday!
বস্তুত:স্বার্থপর হলেই এমনটা হয়।
যেখানে প্রদীপ জ্বলত,সেখানে থাকবে মৃত মুখ,
বিষাক্ত সাপ ঘুমের বদলে জেগে থাকবে
পাহাড়ায় কাটাবে,শয়তান তাক করবে ধনুক
মৃত চুল বাতাসে উড়ে আসবে,ঢুকে পড়বে কবরে।
কাওসার মিসাইলটা ডুবে যাবে বালুর নিচে
মৃত নদীতে উড়ে যাবে পাখির দল,ঠুকরে নেবে
নিহত চক্ষু,স্তন,মারিজুয়ানায় ক্ষত শরীর।
দীর্ঘকাল জেগে থাকা হবে,প্রেম ডুবিয়ে দিবে সমুদ্রে
দেয়াল খেয়ে ফেলবে পিপড়া,ঈশ্বর হাসবে
এবং ঘুমিয়ে পড়বে।
এটা মুলত জেগে থেকে স্বপ্ন দেখার গল্প।
জেগে জেগে স্বপ্ন,নির্বোধ ভাবা যাবে না
এ যে পাপ,বিষন্ন এক মৃত্যু।
প্রেমিকার মৃত চুল বাতাসে উড়ে আসবে সমুদ্রে,
নাবিকের ভাঁজ পড়া কপালে।
এটা মুলত জেগে থেকে কবরে যাওয়ার গল্প।
ঈশ্বর,হাসেন।ভ্রমনে যেতে পারো ব্রোথেলে
ঘুরে আসতে পারো বারমুডা ট্রাই এঙ্গেল,
প্রেমিকার মৃত চুলকে ট্রেন ভেবে।
এটা মুলত বেঁচে থেকে কবর ভ্রমনের গল্প।
দুটি কবরকে পাশাপাশি শুয়াবে না,প্রেম
হয়ে যাবে।ঈশ্বর হাসবেন না দয়া করে।
এটা মুলত বেঁচে থেকে মরনের শিল্প আঁকা।
প্রেমিকার মৃত চুল আমাদের ভ্রমনে নিবে;
চলো মরে দেখি,ঘুরে আসি কবরে।
-রিফাত বিন নুরুল
১২/১০/১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন