এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

প্রেমিকার জন্য,প্রার্থনা

একটি মৃত সাপের মত ট্রেন উড়ে গিয়েছিলো
ধোঁয়ার কফিনে শুয়ে ছিলো উজ্জল মৃত শরীর,
২৮৩/ক এর কপাট খুলে দেয়া হয়েছিলো
লোকচক্ষুর আড়ালে ঢুকানো হয়েছিলো কবরে।
ঈশ্বর,আপনি কি ভাবতে পারেন এমন মৃত্যু!
জারজেরা মেতে উঠেছিলো
নরকে মৃত্যু ট্রেনে চেপে এসেছে বলে!!!
মৃত মানুষটি ছিলো একজন নারী।
যিনি কবিতাকে ঘৃনা করত।
চাঁদকে সরিয়ে পৃথিবী দেখতেন।
আগুনে পুড়িয়ে খেতেন টিকটিকির প্রাণ।
তিনি নাকি নারী নন
একজন প্রেমিকা!
নারী আর প্রেমিকার মাঝে নাকি বিস্তর তফাৎ!
ভুল হয়ে গেছে
ক্ষমা করবেন।
আমি শুনিনি কখনো।
তাই জানা হয়নি।
আমি বারুদে গোলাপ নিক্ষেপ করতে দেখেছিলাম প্রেমিকার ঠোঁটে,
বিশ্বাস করুন-ঝলসে গিয়েছিলো।
প্রাচীন সভ্যতা থেকে যেখানে হাজারো প্রেমিক চুম্বন করেছে সেখানে এমন বর্বরতা!
বিষাক্ত শকুন শুষে নিচ্ছিলো রসালো লালা
আপদামস্তক ভ্রমনে ছিলো বিষাক্ত বিচ্ছু।
আমি দেখতে চাইনি এমন দৃশ্য।
আমাকে দেখানো হয়েছিলো।
পেয়ালা বাঁকানো ঠোঁটে এক সময় কবিরা ভ্রমনে আসতো,
অমাবস্যায় সুরভিত বাতাস পাহাড়া দিতো বীর্যের,
সংগমের ক্লান্ত অনুভূতি স্বর্গে নিয়ে যেতো তাঁদের।
যেদিন মারা হয়েছিলো প্রেমিকাকে
সেদিন ব্রোথেলের আগুনে পুড়েছিলো পুরোহিতরা।
যীশুর চোখ হতে দেখা মেলে রক্তের।
মোনালিসার হাসি নীরবে কেঁদেছিলো।
জারজের একজন বক্তৃতা দিচ্ছিলো মুক্ত গোরস্হানে-
যার এমন নরকে মৃত্যু তাঁর জন্য আবার কেউ কেউ কাঁদে।ট্রেনে চেপে আনা হয়েছে আবার!
হুমকি দিয়ে বলেন-
"পৃথিবীটাকেই বিক্রি করে দিবো,
জুয়া খেলবো প্রেমিকার মৃত বুকে।"
ঈশ্বর হাঁটেন একমাত্র মন খারাপের রাতেই
পাশে নিয়ে যান হাসপাতা্ল
মৃত প্রেমিকাদের পোষ্টমর্টেম করা হবে বলে।
ঈশ্বর;কথা দিন আপনি-
বিচার করবেন,প্রেমিকার আত্মার ধর্ষকের।


-রিফাত বিন নুরুল
11.10.15

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন