চেনা শহরের,
চেনা কিছু রাস্তায়,
নাগরিক কোলাহলের ঢেউ দেখা যায়,
নস্টালজিয়ার টানে।
ক্লান্ত বিবর্ন চোখ,
দু'হাতে রক্তের দাগ
প্রেমিকাকে দেখাবে বলে
বরফ হৃদয় নিয়ে।
মুখোশ প্রেমিকাদের হাট বসে
প্রতিটি কালো রাতে,
বিলিয়ে দিয়ে যায় শরীর
হর্টি কালচারের চত্বরে।
জমা হয় কাগজের পাতায়
শিরোনাম হয়ে,
গতকালের আক্ষেপ নিয়ে।
কিছু কিছু অভিমানী
পদচিহ্ন রেখে যায় উপহার হিসেবে
ব্যস্ত নগরীর স্টুপিড প্রেমিকাদের জন্য।
নির্ঘুম কিছু ল্যামপোষ্ট,
সিনেমা হলের কিছু উলন্গ প্রচারনা,
কিছু পোষ্টার রাত জাগা শহরে
একটি জঘন্য রাতের সাক্ষী।
মুখস্ত ক্যালেন্ডারের তারিখে তারিখে,
নিয়ম করে প্রেমিকার চলে যাওয়া!
বিবর্ন কিছু সময়,
এক কাপ গরম চায়ে উষ্ণ হওয়ার আহ্বান রেখে যায়।
অবাধ্য কিছু স্বপ্ন,
নীল কন্ঠ,নীল ভালবাসার
সবুজ সিগনালে আবার পথচলা।
মিছিল ভাঙ্গা নির্জনতায়
আলোর নিচে অন্ধকার দেখা।
আদিম আয়োজন চলে
মনের করিডোর সংস্করনে!
ধোঁয়াটে কিছু বাতাস,
কাঁদানে গ্যাসের তীব্র ব্যস্ততা
আইনের তাগিদে।
মিউনিখ কালো রেখা,গনিত বিঙ্গান
কিছু ফিজিক্সের জটিল অংক
রেখে যায় এক মুঠো দীর্ঘশ্বাস
ফলাফল শূন্য হবে বলে।
কবিতা বনাম কবিতা কবিতা খেলা,
মঞ্চায়ন হয় প্রতিটি নাটকের।
বৃষ্টি এসে ভেঙ্গে দেয় সব,
ব্যর্থতার আক্ষেপ নিয়ে।
দর্শকের ফেলা উদ্দিষ্ট সিগারেট,
বহিঃপ্রকাশ রেখে যায় অভিমানের।
-রিফাত বিন নুরুল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন