এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

প্রিয়তমার, মৃত্যু দিন!

এখানে অপেক্ষা,সারাদিন বর্ষাকাল থাকার কথা ছিলো না!
আমি যেতে চেয়েছিলাম তোমার কবরে, আশ্চর্যতম মৃত্যু দেখার জন্য।
বরফ স্তন যুগল শুয়ে থাকবে কফিনে,Guns N’ Roses গাইবে তোমার ঠোঁটে।
তোমার শরীর হয়ে পড়বে জন কিটসের কবিতা,যা এখনো মহাকাব্য হয়ে উঠেনি!
বস্তুতঃ বর্ষাকালে মরা পাপ। কবরস্থ করা কঠিন। গোর’খোদকের কষ্ট হয়।
এখানে অপেক্ষা,সারাদিন শীতকাল থাকার কথা ছিলো।
আমি তোমার কাছে যেতে চেয়েছিলাম,কফিতে শেষ চুম্বন এবং Pink Floyd শুনবো বলে!
ভায়োলিনের সুরে গান গাইবে কে? শেষ ট্রামের চালক হবে কে?
আমার যে একটা মাত্র প্রেমিকা!
আমি লুম্বিনিতে যাবো না,পরে থাকুক গৌতম বুদ্ধ।বিদায় ব্যাপটিস্ট মিশন!

                                            -রিফাত বিন নুরুল
                                                         ২৬/১০/১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন