এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫

সময় জানে,প্রিয়তমা কোন পথে গেছে!

সময় জানে,প্রিয়তমা কোন পথে গেছে!
আমি খুজেছি বহু,ওখটক সাগর ও বেরিং সাগরের মধ্যবর্তী গভীরতায়।
গির্জার বেদি থেকে মন্দিরে,বাইবেল থেকে কোরআনে
কোথাও পাইনি আমার প্রিয়তমাকে।
সময় জানে,প্রিয়তমা কোন পথে গেছে!
আমি খুজেছি বহু,পাহারের কান্না ও বৈকালের কান্নার মাঝে।
সিমেন্ট্রি থেকে ইন্দিরা,রবিন্দ্রনাথ থেকে জীবনানন্দ
কোথাও পাইনি আমার প্রিয়তমাকে।
সময় জানে,প্রিয়তমা কোন পথে গেছে!
আমি খুজেছি বহু, আহ্নিক গতি ও বার্ষিক গতির মাঝে।
November Rain থেকে Gloomy Sunday! ‘ওয়ার অ্যান্ড পিস’ থেকে ‘আনা ক্যারেনিনা’
কোথাও পাইনি আমার প্রিয়তমাকে।
সময় জানে,প্রিয়তমা কোন পথে গেছে!
আমি খুজেছি বহু,বারট্রান্ড রাসেল ও ক্লাইভ বেলের কলমের মাঝে।
ফিরিঙ্গি থেকে জাকারিয়া স্ট্রিট,মাউজার থেকে বুখারা
কোথাও পাইনি আমার প্রিয়তমাকে।
সময় জানে,প্রিয়তমা কোন পথে গেছে!
-রিফাত বিন নুরুল
২৭.১০.১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন