তুমি চলে যাবার আগে বিছিয়ে দিয়েছিলে তোমার চোখ
আমার হৃদপিণ্ডে। আমি শুকে নেই আশ্চর্য সাতটি গোলাপ।
সাপের মত কিছু উষ্ণতম চুল ছিল তোমার,এতো আলো সেখানে
আমি বনলতা সেনের সাথে তুলনা করেছিলাম তোমাকে।
আমার প্রেমিকার কোন গল্প নেই,সাবিত্রী।
আমি কবি হতে চেয়েছিলাম।আবিস্কার করতে চেয়েছিলাম প্রেমিকার বেদনা!
২টি সাগরের মধ্যবর্তী গভীরতায় আমি ঈশ্বরকে দেখতে চেয়েছিলাম।
তুমি দেবী,
আমি মরে যাই।
তুমি বরং আমার প্রেমিকার কবিতা শুনো।
আমার প্রেমিকার কোন গল্প নেই, সাবিত্রী।
বিষন্ন এক শুক্রবারে মারা পরেছিল আমার প্রেমিকা।
যার উজ্জ্বলতম আটটি তিলে ভ্রমনে আসতো প্রজাপতি,
ঠোঁটের দেয়ালে ছিল কাশ্মীরের অপূরুপ জলপ্রপাত।
সমুদ্রসম নাভিতে ছিল দ্যা আউটসাইডার।আমি পড়েছিলাম।
তাই আমি কবি হতে চেয়েছিলাম।
অনুবাদ করতে চেয়েছিলাম প্রেমিকার গঠন,যা একটা মহাকাব্য হতে পারতো।
আমি আমার প্রেমিকাকে ফুল ভেবে,ভোরের স্নানে পুজো করতাম।
সব ফুলকেই কিন্তু পুজো করা যায় না,সাবিত্রী।
আমার প্রেমিকার কোন গল্প নেই।
আমি তাকে ঈশ্বরের আত্মা ভেবে হেমন্তে চিঠি দিয়েছিলাম
তুমি দেবী,
আমি মরে যাই।
২টি উপত্যাকাকে এক সাথে প্রদিক্ষিন করতো আমার প্রিয়তমা,
মৃত ট্রামে ভ্রমনে যেতো আমার প্রেমিকা।
আমি তাকে লিখতে চেয়েছিলাম।তাই আমি কবি।
আমার প্রেমিকার কোন গল্প নেই,সাবিত্রী।
তুমি বরং আমার প্রেমিকার মরে যায়ার কবিতা শুনো।
এই বলে আমি ২টি চাঁদের মাঝখানে গিয়ে দাঁড়ালাম।
মৃত মানুষের কোন গল্প থাকে না,সাবিত্রী।
আমার প্রেমিকার কোন গল্প নেই।
আমার প্রেমিকা মারা যাবার আগে বাতাস কে স্পর্শ করেছিল
কবরের আশ্চর্য গল্প বলেছিল।
আমার প্রেমিকা কি মরে গেছে সাবিত্রী?
আমার প্রেমিকার কোন গল্প নেই।
তুমি বরং আমার কবি হয়ে উঠার গল্প শুনো।
আমি নদীর কান্না অনুবাদ করতে চেয়েছিলাম,
ঈশ্বরের উচ্চারন ভঙ্গি আমি লিখতে চেয়েছিলাম!
বেচে থাকার এতো উৎসাহ কোথায় পায় মানুষ?
ফিলিস্তিনে এতো অসুখ,
তুমি বরং আমেরিকার অস্ত্র আবিস্কার দেখে আসো, সাবিত্রী।
মানুষ কি মৃত্যু কে ঘৃণা করে?
তাহলে কেন এতো যুদ্ধ!
কেন এতো ধর্ম?
কেন এতো প্রেম?
ঈশ্বর নেই প্রমানে কি লাভ মানুষের?
আমরা বরং প্ল্যান চ্যাঁটে বসি চল,সাবিত্রী।
পৃথিবীর মানুষ গুলীকে এক আত্মায় প্রাণ দেয়া যায় না?
চল, উপন্যাস লিখি যুদ্ধ থামাবার জন্য!
আমাদের লিখা কি আমেরিকা জানতে পারবে?
আমি বরং আমার প্রেমিকার রূপ দেখিয়ে আসি!
ওরা ঘুমিয়ে পড়ুক সে রুপ দেখে!
বেঁচে উঠুক পৃথিবী!
আমার প্রেমিকার কোন গল্প নেই,সাবিত্রী।
আমার প্রেমিকা দেবী।
আমার প্রেমিকা আশ্চর্যতম রোম্যান্টিক ফুল।
আমরা বরং তাকে পুজো করতে পারি।
সব ফুলকেই পুজো করা যায় না,সাবিত্রী।
বসন্তের হাওয়া আমার প্রেমিকার চুল ছুয়েছিল
আমি সেই হাওয়ায় বরং একটা কবিতা লিখতে পারি।
ভালবাসার কবিতা।
ধর্মের কবিতা!
যুদ্ধ থামাবার কবিতা।
শান্তির কবিতা।
বেঁচে থাকার উৎসাহ খুজে পাক মানুষ!
আমার প্রেমিকার কোন গল্প নেই।
আমার প্রেমিকার কোন গল্প থাকতে পারেনা, সাবিত্রী।
আমার প্রেমিকা একজন দেবী।
আমার প্রেমিকা ঈশ্বর আমার কবিতার,
আমি মরে যাই,সাবিত্রী?
-রিফাত বিন নুরুল
২৯/১০/১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন