এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

আমি এবং মারিজুয়ানা

সূর্যের সংগম কালীন সময় অর্থাৎ শীতকালে-
আমি মারিজুয়ানায় আসক্ত হই ভ্রমনরত মৃত্যু দেখে এবং ভালবাসতে চাই প্রিয়তমাকে।
বস্তুত:নেশাগ্রস্থ মানবেরাই প্রকৃত ভালবাসা জানে।
পৃথিবীর বুকে দাঁড়িয়ে চুম্বন করে আসি চাঁদকে
স্নানরত প্রেমিকাকে শুইয়ে দেই প্যারালাইজড বাহুতে।
মাতাল হই এবং ঘুমিয়ে পড়ি মারিজুয়ানায়।
বিদায়!
বিষন্ন সান্ধ্য প্রদীপ।
এখন জ্বলে উঠবে মারিজুয়ানার আগুন।
আমার এবং মারিজুয়ানার-কোনো দেশ নেই!
-প্রিয়তমা,তোমার মানচিত্রের আয়তন কত?


-রিফাত বিন নুরুল
২২/১০/১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন